ভূমিকা
দামুড়হুদা বন্ধন প্রতবিন্ধী সংস্থা বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলায় কর্মরত একটি প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ডিপিও)। সংগঠনটি ১০ নভেম্বর ২০০৬ তারিখে প্রতিষ্ঠিত হয়। শুরুতে ৩০০ জন প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়ে নিজ উদ্যোগে গড়ে ওঠা এই সংগঠনে বর্তমানে ১৪৫০ জন সাধারণ সদস্য রয়েছে; যার মধ্যে পুরুষ ৭০০ জন এবং নারী ৭৫০ জন।
প্রতিবন্ধী নারী ও প্রতিবন্ধী পুরুষের সমঅংশগ্রহণ নিশ্চিত করে এর কার্যক্রম পরিচালিত হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুসারে ২১ সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদ এবং ৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের তত্ত্বাবধানে সাধারণ সম্পাদক/নির্বাহী পরিচালকের দিকনির্দেশনায় কর্মী ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সংগঠনের কার্যক্রম বাস্তবায়িত হয়ে থাকে। প্রতিবন্ধী পুরুষ এবং প্রতিবন্ধী নারীদের প্রত্যক্ষ অংশগ্রহণে সরকারি ও বেসরকারি সংগঠনে সহযোগিতায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়নে সংগঠনটি কাজ করছে।
এছাড়া প্রতিবন্ধিতা অন্তর্ভূক্তি কর্মসূচিসমূহে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্রিয় ও ফলপ্রসূ অংশগ্রহণ নিশ্চিতকরণ, সক্ষমতা বৃদ্ধি ও কারিগরী সহায়তা প্রদানের লক্ষ্যে মূলধারার উন্নয়ন সংগঠনসমূহের সাথে অংশীদারিমূলক কর্মকাণ্ডে সংগঠনটি সচেষ্ট।